২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:২৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:২৭ পূর্বাহ্ণ

যৌতুক দিতে না পারায় সংসার ভাঙছে শত শত

     

 

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মুহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলেন, আজ হতে ১৪শত বছর আগে অন্ধকার যুগে নারীর মর্যাদা ও অধিকার বলতে কিছুই ছিলনা। নারীরা ছিল অধিকার বঞ্চিত, বিপন্ন ও মর্যাদাহীন। নারী জাতিকে এই অন্ধকার জগত থেকে ফিরিয়ে এনে সর্বপ্রথম মহানবী (দ) নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজ সভ্যতার অগ্রগতির যুগেও বিশ্বজুড়ে চলছে নারী নিপীড়ন ও নারীর প্রতি নিগৃহ। আজ গরিব পরিবারের ঘরে ঘরে নীরব কান্না ও আহাজারি চলছে। যৌতুক দিতে না পারায় প্রতিদিন শত শত সংসার ভেঙে যাচ্ছে। নারীদের প্রতি এই অমানবিক নিপীড়ন থামাতে দায়িত্ববোধ থেকেই যৌতুকবিরোধী আন্দোলনের সূচনা করেন পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী। আল্লামা নূরীকে এ ধরনের গণমুখী কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।

আজ  ১৬ ফেব্রুয়ারি সকালে নিজ বাসভবনে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ৬ মার্চ’২১ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালীর সফলতা কামনা করেন এবং উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, এ.জে.এম হোসাইন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুুহাম্মদ আমানুল্লাহ্, আবু রাফে মুহাম্মদ সাওবান নূরী, মুহাম্মদ আব্দুল্লাহ্ আল দায়েম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

Leave a Reply