২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৬/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনার টিকা নিতে অর্ধলাখ নিবন্ধন

     

চট্টগ্রাম জেলা ও মহানগরে করোনা ভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছে প্রায় অর্ধলাখ মানুষ।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত করোনার টিকা গ্রহণে আগ্রহী নিবন্ধনকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১৭ হাজার মানুষ অনলাইনে নিবন্ধন করছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, টিকা নিতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নির্দিষ্ট টিকা কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়।

চট্টগ্রাম সিভি সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধনকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গত সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিলো ৩৮ হাজার। তবে চট্টগ্রাম মহানগরীর চেয়ে উপজেলা পর্যায়ে টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা তুলনামূলক কম। চট্টগ্রামের ১৫ উপজেলায় মঙ্গলবার পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর ৯টি হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply