২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে সোনা মিয়া চৌধুরীর অবদান অবিস্মরণীয়

     

চন্দনাইশের আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র বার্ষিক ফাতেহা শরিফ উপলক্ষে আলোচনা সভা ও মাজারে পুষ্পস্তবক অর্পণ গত ৩১ জানুয়ারী রবিবার বাদে আসর বরকল ছালমতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রসার অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রাশিপ’র সাংগঠনিক সম্পাদক জিএম শাহাদত হোসাইন মানিক’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম, মাওলানা হাফেজ আবু বক্কর মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ অহিদুল আলম চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দীন সিদ্দিকী, ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ হালেমী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান আলকাদেরী, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ আবদুল মুবিন, মুহাম্মদ আরফাত হোসেন, মুহাম্মদ ওয়াহিদুল আলম, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ রমজান আলী খান, মুহাম্মদ রবিউল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষার আলোয় দেশ ও জাতির সফলতার চাবিকাঠি ও পথ নির্দেশক। পারিত্রিক কল্যাণের স্বর্ণদ্বার করায়াত্তে শিক্ষার বিকল্প নেই। মহান আল্লাহ তায়ালা শিক্ষা অর্জনের নির্দেশনা দিয়েছেন ও মহানবী (দ:) আদর্শিক সমাজ গঠনেও নৈতিক উৎকর্ষ সাধনে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। এ আলোকে বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার-প্রসারে যে সব মহান মনিষীরা এগিয়ে এসেছেন তাদের মধ্যে আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) অন্যতম। তিনি ১৯৬৮ সালে বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে “প্রাশিপ” অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) ও মরহুম ফরিদুল আলম চৌধুরীর মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, মিলাদ কিয়াম করেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনছুরুল আলম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply