২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

৬ মহানগরীতে মহাসমাবেশের ঘোষণা বিএনপির

     

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পরাজিত ৬ মেয়র প্রার্থীর নেতৃত্বে ছয় মহানগরীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। মেয়র প্রার্থীদের নেতৃত্বে ৬ মহানগরে সমাবেশের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন করছে বিএনপি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহী মহানগরীতে ১ মার্চ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩রা ও ৪ঠা মার্চ মহাসমাবেশ করবে বিএনপি

এ সময় তারা অভিযোগ করেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সরকার কেড়ে নিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরা অভিযোগ বলেন, ‘নৌকার মার্কা মনোনয়ন মানেই বিজয় সুনিশ্চিত। ইভিএমের মাধ্যমে ভোট নিলেও ব্যালট প্যানেলের কোনও নিরাপত্তা দেয়া হয়না। যার কারণে ভোটাররা নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারেনা।’ ভোটকেন্দ্রে চার থেকে ছয় শতাংশ ভোট দেয়া হলেও ভোট প্রয়োগ অনেক বেশি দেখানো হয় বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

এ সময় বিএনপি নেতা ইশরাক বলেন বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে না গেলে আর স্বাধীনতা আসবে না। দেশ রাজনীতিকরা চালাচ্ছে না, চালাচ্ছে গুন্ডা মাফিয়ারা।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply