২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

যুব সমাজের অবক্ষয় রোধে সামাজিক সংগঠন অগ্রণী ভূমিকা রাখতে পারে

     

রাউজানের ঐতিহ্যবাহী রেজিস্টার্ড সামাজিক সংগঠন উত্তর সর্তা জাগরণী ক্লাবের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন ৩০ জানুয়ারী সন্ধ্যায় ক্লাবের সভাপতি মাস্টার মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউ.সি.বি.এল রাউজান গহিরা শাখার ব্যবস্হাপক মোহাম্মাদ ইয়াকুব। প্রধান বক্তা ছিলেন নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজী শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মাদ নাসির হায়দার, মোহাম্মাদ কামাল উদ্দিন তৈয়ব, অ্যাডভোকেট মনজুরুল আলম, মোহাম্মাদ আবু ছৈয়দ রেহান, মাস্টার মোহাম্মাদ রফিকুল আলম, মোহাম্মাদ গিয়াস উদ্দিন, মোহাম্মাদ সাদ্দাম, মোহাম্মাদ সজীব প্রমুখ। নির্বাচন কমিশন প্যানেলে ছিলেন মোহাম্মাদ হারুন পাশা, মোহাম্মাদ সরওয়ার মেম্বার, মাস্টার মোহাম্মাদ ওসমান গনি, মোহাম্মাদ ওসমান গনি ও ডাঃ সুশীল কুমার শীল। শেষে (২০২১-২০২২) সেশনের জন্য মাস্টার মুহাম্মদ আলীকে সভাপতি, মুহাম্মদ নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ গিয়াস উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ আবু সুফিয়ানকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কাউন্সিলে বক্তারা বলেন, যুব সমাজ আজ মাদকাসক্ত হয়ে অনৈতিক কাজে সর্বদা লিপ্ত। যুব সমাজের এ অবক্ষয় রোধে সামাজিক সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা মোহাম্মাদ নাসির উদ্দীন কাদেরী।

শেয়ার করুনঃ

Leave a Reply