২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৪৬ পূর্বাহ্ণ

শাহসুফি হযরত সৈয়দ মোছেন শাহ আরবি (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

     

 

পশ্চিম চন্দনাইশ চানখালী নদীর তীরবর্তী ঐতিহাসিক তেরমুজখালী এলাকায় চট্টগ্রামে মুসলমান আগমনের সুচনা যুগের প্রখ্যাত সুফিসাধক, ধর্ম প্রচারক ও আনোয়ারা-চন্দনাইশ প্রান্তিক জনগোষ্ঠীর ধর্ম সাংস্কারক শাহসুফি হযরত সৈয়দ মোছেন শাহ আরবি (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ১২ ফেব্র“য়ারি ২০১৭ রবিবার সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। সকালে পবিত্র খতমে কোরআন, দরুদ, হামদ-নাতে রাসূল (সাঃ) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহসুফি হযরত সৈয়দ মোছেন শাহ আরবি (রহঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সুফি, মাওলানা সৈয়দ রেজাউল করিম চৌধুরী আল ফারুকী (ম.জি.আ.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হযরতের জীবন কর্ম ও ইসলাম প্রচার-প্রসারে তাঁর অবদানের কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেন। সুদুুর আরব ভূমি থেকে সমুদ্র পথে চট্টগ্রামে এসে এই মহান সাধক ইসলাম প্রচারে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। কোরআন ও হাদিস এবং পবিত্র কলেমা শরীফের দাওয়াত তিনিই এই অঞ্চলে মানব সমাজকে অবহিত করেছিলেন। মানুষকে পবিত্র ইসলাম ধর্ম ও সত্যে পথের পথযাত্রী হওয়ার আহবান তিনিই এই অঞ্চলে দিয়েছিলেন। আমাদের সকলের উচিত এই মহান সাধক পুরুষের জীবন কর্ম বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী, ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এ.কে.এম আবু ইউসুফ, নগরীর বাকলিয়াস্থ হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তালুকদার, মোঃ মোছলেম খা, সাংবাদিক নিজাম উদ্দিন, ফতেহআলী ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহিদুল ইসলাম মুন্দার, বাহাদুর শাহ ভাণ্ডারী, হারুণ ভাণ্ডারী, এয়াকুব আলী, তৌহিদুল ইসলাম সম্রাট, জমির উদ্দিন হেলাল চন্দনাইশী, শাহাজাদা সাজ্জাদ হোসাইন ইমন, সাঈদ হোসাইন ইরফাত, ফারুক উদ্দিন, রাশেদ, হাফেজ মাওলানা আজিম উদ্দিন, মিন্টু দাশ, বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ। আলোচনা সভা শেষে ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ রেজাউল করিম চৌধুরী আল ফারুকী (ম.জি.আ.)। সভা শেষে সকলের মাঝে উন্মুক্ত তবারুক বিতরণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply