২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:১৭/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

হলদিয়া ইউনিয়ন ছাত্রসেনার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা

     

যেকোনো আদর্শিক রাজনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত দক্ষ সৎ নিবেদতিপ্রাণ নেতাকর্মী প্রয়োজন। ছাত্রসেনার রাজনীতির লক্ষ্য ছাত্র সমাজের কল্যাণ। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সৎ, দক্ষ, ত্যাগী আদর্শে উজ্জীবিত নেতাকর্মীর বিকল্প নেই। রাজনীতির লক্ষ্য হতে হবে দেশসেবা ও জনকল্যাণ। এ লক্ষ্য না থাকলে রাজনীতি ব্যর্থতায় পর্যবসিত হবে। বক্তারা আরো বলেন, ছাত্রসেনা ছাত্র রাজনীতির জন্য আদর্শিক পাঠশালা। সুন্নিয়তের আদর্শের আলোকে ছাত্র সমাজকে গড়ে তোলাই ছাত্রসেনার রাজনীতির মূল লক্ষ্য। তাই, ছাত্রসমাজকে ছাত্রসেনার আদর্শিক প্লাটফরমে আসতে বক্তারা উদাত্ত আহবান জানান। ২৪ জানুয়ারি সকালে হলদিয়া হযরত দেওয়ানী শাহ্ প্রকাশ চিন্নি বটতল সংলগ্ন ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (রহ.) এর পবিত্র ওরশ, সংগঠনের অভিষেক, প্রশিক্ষণ কর্মশালা এবং ছাত্রসেনার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ছাত্রসেনা ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ছাত্রনেতা মুহাম্মদ ইমতিয়াজ আকবর ও আবদুল হালিম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনসারী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা ছাত্রসেনার অর্থ সম্পাদক জাহেদ কাদের। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জাফর আলম নুরী, সাংবাদিক মাওলানা বেলাল, মাওলানা দিদারুল আলম, ইউনিয়ন যুবসেনার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মুহাম্মদ বাহাদুর, উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা শহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক জুলফিকার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসানুল করিম, সাবেক সভাপতি মোশারফ, শওকত হোসেন সারজান। বক্তব্য রাখেন ছাত্রনেতা মুহাম্মদ আসিফ, মুহাম্মদ জিসান, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ ফারহান, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ শাখাওয়াত, মুহাম্মদ রমজান প্রমুখ। পরে শুভেচ্ছা বিনিময়, কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, খেলাধুলা, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply