২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৪৪ পূর্বাহ্ণ

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

     

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পাঁচ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ৬ জন পরিদর্শককে রদ-বদলের কথা জানিয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাক্ষরিত অফিস আদেশও নির্বাচন কমিশনের একটি স্মারকের কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়। ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply