২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৯/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৩৯ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের ৩ পৌরসভার নির্বাচনে ২টি আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জের ৩ পৌরসভার নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৬ জানুয়ারি শনিবার জগন্নাথপুর পৌরসভার ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে অনুষ্ঠিত নির্বাচনে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন চামচ প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব নৌকা প্রতীকে আওয়ামীলীগের মিজানুর রশীদ ভূইয়া পেয়েছেন ৮০১৮ ভোট।  ছাতক পৌরসভার ১৯টি কেন্দ্রের ফলাফলে ১২,৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল কালাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সী পেয়েছেন ৭৯০৮ ভোট। এখানে ৪৯১৫ ভোটের ব্যাবধানে নৌকার বিজয় হয়। সুনামগঞ্জ পৌরসভায় সর্বাধিক ২১,৬৮৬ ভোট পেয়ে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাদের বখত দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির মোর্শেদ আলম পেয়েছেন ৫৮৭০ ভোট।

 

সুনামগঞ্জ পৌরসভায় কাউন্সিলর হলেন যারা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার ৩টি মহিলা ওয়ার্ড ও ৯টি সাধারন ওয়ার্ডে যথারীতি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সংরক্ষিত ১,২ ও ৩ নং মহিলা ওয়ার্ডে নবাগত প্রার্থী আনারস প্রতীকে পিয়ারা বেগম (আনারস),৪,৫ ও ৬ নং ওয়ার্ডে আনারস প্রতীকে সামিনা চৌধুরী মনি (আনারস), ৭,৮ ও ৯নং ওয়ার্ডে সৈয়দা জাহানারা বেগম (আনারস) নির্বাচিত হয়েছেন।

সাধারন ওয়ার্ডে নির্বাচিতরা হচ্ছেন,১নং ওয়ার্ডে আবুল হাসনাত মো. কাওছার (উটপাখি), ২ নম্বর ওয়ার্ডে সৈয়দ ইয়াছিনুর রশিদ (পাঞ্জাবি), ৩ নম্বর ওয়ার্ডে মো. মোশাররফ হোসেন (পানির বোতল), ৪ নম্বর ওয়ার্ডে চঞ্চল কুমার লোহ (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডে গোলাম সাবেরীন (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে আবাবিল নূর (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে আহসান জামিল আনাস (ডালিম), ৮ নম্বর ওয়ার্ডে আহমদ নুর (উটপাখি) এবং ৯ নম্বর ওয়ার্ডে গোলাম আহমদ (গাজর) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply