২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:১৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

৩ বছর পর কাল থেকে চালু হচ্ছে কাতার-সৌদি ফ্লাইট

     

তিন বছরের পুরনো বিরোধ ভুলে আগামীকাল সোমবার থেকে আবারও আকাশ পথে যোগাযোগ চালু করতে যাচ্ছে কাতার ও সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, দোহা ও রিয়াদের মধ্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ এবং সৌদি এয়ারলাইন্স। আগে শনিবার এক টুইট বার্তায় কাতার এয়ারওয়েজ জানিয়েছে, সোমবার থেকে রিয়াদ, ১৪ জানুয়ারি থেকে জেদ্দা এবং ১৬ জানুয়ারি থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে তারা।

অপর এক টুইটে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, তারাও সোমবার রিয়াদ ও জেদ্দা থেকে দোহায় ফ্লাইট শুরু করবে।

উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ এনে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাতারের ওপর কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও দোহা সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গত ৫ জানুয়ারি সৌদি আরব ও এর তিন আরব মিত্র জিসিসি শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে কাতার-সৌদি স্থল সীমান্তে যোগাযোগ শুরু হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply