২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৫৪ পূর্বাহ্ণ

আ’লা হযরতের সংস্কার মূলক চিন্তাধারা সর্বত্র ছড়িয়ে দিতে হবে

     

 

আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাথে আওতাধিন শাখা সমূহের উর্ধতন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ৭ জানুয়ারী বিকেলে নগরীর পূর্ব নাসিরাবাদ খানকায়ে রযভীয়া তৌছিফিয়ায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আন্জুমানের নির্বাহি চেয়ারম্যান আল্লামা কাজী সাদেকুর রহমান হাশেমী। সংগঠনের দপ্তর সচিব এইচ. এম. নেজাম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানের মহাসচিব সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। তিনি বলেন, শতাব্দীর মহান সংস্কারক আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা.) হক ও বাতিল পরিচয়ের মানদন্ড। তাঁর ক্ষুরধার লিখনি ইসলামী জ্ঞান ভান্ডারকে করেছে আরো সমৃদ্ধ।

সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তির মাধ্যমে আ’লা হযরতের মসলক প্রচার ও প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তব্য রাখেন কো. চেয়ারম্যান আল্লামা ওবাইদুন নাছের নঈমী, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা শামসুল আলম নঈমী, যুগ্ন মহাসচিব মুহাম্মদ আলী সিদ্দিকী, অর্থ সচিব মুহাম্মদ নিজাম উদ্দীন রেজভি, মহানগর আন্জুমানের সেক্রেটারী মুহাম্মদ আলাউদ্দিন, রাউজান উপজেলা শাখার সহ সভাপতি খ.ব.ম. হাসান, রাঙ্গুনীয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ রেজভি, ওয়াজেদিয়া শাখার সেক্রেটারী মুহাম্মদ আরাফাত উল্লাহ, মাওলানা নুরুল আবছার রেজভি, প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আলমগীর, মাওলানা আবুল ফয়েজ, লোকমান আকবর চৌধুরী, মাওলানা লুৎফর রহমান, আশেকে মোস্তফা দিদার, মাওলানা ওয়াকিল আহমদ তৌছিফী, ওবাইদুল মোস্তাফা প্রমুখ। সভায় বক্তারা বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা.)’র সংস্কার মূলক চিন্তাধারা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তাঁর রচিত দেড় সহস্রাধিক গ্রন্থে ইসলামের যে সঠিক রূপরেখা তিঁনি তুলে ধরেছেন তা বিশ্বব্যাপী সমাদৃত। বক্তারা আ’লা হযরতের মহা মূল্যবান গ্রন্থগুলো পর্যায়ক্রমে বাংলা অনুবাদের উপর গুরুত্তারোপ করেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply