১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

পূর্বা’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

     

শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন -উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে মুজিব শতবর্ষ ও পূর্বা’র দেড় যুগ প‚র্তি উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ২২ নং এনায়েত বাজার ও ১৫ নং মেহেদীবাগ ওয়ার্ডের তিনটি পয়েন্টে নতুন বছরের উপহারসরূপ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দিনব্যাপী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এনায়েতবাজারস্থ আবদুল হক কলোনীতে বিতরণকালে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত কথামালা পর্বে অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়া, পূর্বা’র উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আলী, পূর্বা নারী কেন্দ্রের সভাপতি নিলুফার জাহান বেবী, পূর্বা’র সদস্য উর্মি আকতার, তুষি আকতার, সানা ভট্টাচার্য, জয়ন্তী ঘোষ, পূর্ণিমা, সোনম ভট্টাচার্য প্রমুখ। এসময় বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা সম্ভব। এতে অনগ্রসর এসকল শিক্ষার্থী পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে। সকল সুযোগ সুবিধার জন্য সরকারের মুখাপেক্ষী না হয়ে সকল সামর্থ্যবানেরা এগিয়ে এলে অচিরেই অনগ্রসর প্রতিটি মানুষকে সমাজের ম‚ল স্রোতধারায় নিয়ে আসা সম্ভব।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply