২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

পাহাড় কাটার দায়ে তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

     

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটায় তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

আজ ৩০ ডিসেম্বর ( বুধবার) নগরীর খুলশির পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে।

তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। তমা গ্রুপ তার বাইরে গিয়ে পাহাড় কাটায় তাদের জরিমানা করা হয়।

মোয়াজ্জম গণমাধ্যমকে আরও বলেন, শুধু জরিমানা নয়, তমা গ্রুপের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড।

শেয়ার করুনঃ

Leave a Reply