২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

ইউনেস্কো ক্লাবের বিজয় দিবস পালন

     

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সংগঠনের কার্যালয়ে সিনিয়র সহ সভাপতি তসলিম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত, গীতিকার ফারুক হাসান, যুগ্ম সম্পাদক এড. মোঃ আকতার হোসেন, আবুল কালাম আজাদ, লায়ন শেখ সামিউল হক, মঞ্জুরুল আলম, ইমতিয়াজ আহমদ, কাজী আশেক-ই-ওয়াহেদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে শহীদদের রক্তের বিনিময়ে একটি লাল সবুজের মানচিত্র বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছেন তিনি আজ আমাদের মাঝে না থাকলেও প্রতিটি বাঙালির হৃদয়ে জাগ্রত আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো আজ এই মহানায়কের রেসকোর্স ময়দানের ৭ মার্চ ১৯৭১ সালের ভাষণ কে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে বিশ^ দরবারে সম্মানে ভূষিত করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply