১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের ইউনেস্কো ক্লাবের শীতবস্ত্র বিতরণ

     

 

ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে পূর্ব নাসিরাবাদ নুর-ই-মদিনা মহল্লায় চারুলতা বিদ্যাপীঠের অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় শীতবস্ত্র, দুপুরের খাবার ও চকলেট বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ফেরদৌস খান, ফারুক হাসান, যুগ্ম সম্পাদক এড. আকতার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা, অর্থ সম্পাদক মঞ্জুরুল আলম, সদস্য জাফর ইকবাল, শাহ আলম, সালমা বেগম, খন্দকার আশরাফ, ইমতিয়াজ আহমেদ, চারুলতা বিদ্যাপীঠের শিক্ষিকা আনোয়ারা আলম। প্রধান অতিথি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোয় মানবাধিকারের প্রধান উদ্দেশ্য এবং সকলের অধিকার প্রতিষ্ঠায় পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারলে সমাজ থেকে অচিরেই অনেক বৈষম্য খুব সহজেই দুর হবে। অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র ও বাসস্থান সহযোগিতায় সবাই এগিয়ে আসলে আগামী দিনে তারা সুন্দর একটি পৃথিবী উপহার দিতে পারবে। সভা শেষে ১০০ জন শিশুকে শীত বস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply