২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:৪৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার বাথুয়াপাড়া গ্রামে শ্রী শ্রী রাজরাজেশ্বর বিগ্রহ ধামে ঐতিহ্যবাহী রাস মহোৎসব উদযাপিত

     

আনোয়ারা উপজেলার বাথুয়াপাড়া গ্রামে শ্রী শ্রী রাজ রাজেশ্বর বিগ্রহ ধামে ঐতিহ্যবাহী রাস মহোৎসব উদযাপিত হয়।যুগ যুগ ধরে আনোয়ারা উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এই ধামে মহাসমারোহে রাস মহাৎসব উদযাপন করে আসছে।এই রাস পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে প্রতি বছর মেলা বসে।

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাথুয়াপাড়া ঐতিহ্যবাহী রাস উৎসব। রবিবার রাত রাস পূজার অধিবাসের মাধ্যমে মহোৎসব শুরু হয় ও মঙ্গলবার সকালে ধদিরভান্ড ভঞ্জনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি হয়। মহোৎসব নাম কীর্তন পরিবেশন করেন দেশীও ৪ কীর্তনীয় দল।

প্রতি বছরই শ্রীশ্রী রাজ রাজেশ্বর বিগ্রহ ধামে মহোৎসবটি এলাকা হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে প্রাণের মিলন মেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ ওই মহোৎসবে যোগদান করে থাকেন। । মহোৎসবটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্নের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধবাবে সহযোগীতার হাত প্রসারিত করে থাকেন।

মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনসহ ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ

শেয়ার করুনঃ

Leave a Reply