২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৬:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

গীতিকার জি.কে. দত্ত এর মৃত্যুতে গীতি কবি সংসদের শোক

     

বেতার টেলিভিশনের তালিকাভুক্ত বিশিষ্ট গীতিকার জি.কে দত্ত ১লা ডিসেম্বর ২০২০ দুপুর ১২.৩০ মিনিটের সময় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম শাখার উপদেষ্টা কবি শেখ খুরশিদ আনোয়ার, সৈয়দ মহিউদ্দিন, ডা: গোলাম মোস্তফা, সনজিত আচার্য্য, এয়াকুব সৈয়দ, সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন, সিনিয়র সহ সভাপতি ডাঃ খোদেজা খুরশিদ অপরাজিতা, সহ সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক এস.আনিস আহমেদ বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক ইসমাইল মানিক, হুমায়ুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিলীপ ভারতী, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন খান, আইন বিষয়ক সম্পাদক সুরজিত রাহা দাসু, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক এস.এম ফরিদুল হক, দপ্তর সম্পাদক ইফতেখার সাদী, সহ দপ্তর সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, সৈয়দ খালেদুল আনোয়ার, পংকজ দেব অপু, মৌসুমী সেন, শাহীন আক্তার, প্রকাশ চন্দ্র শীল, নুরুন্নবী রাজু, শফি সুমন, তসলিম উদ্দিন আহমেদ, রেখা নাজনীন, কোহিনুর সাকী, ড. আহমেদ মাওলা, উত্তম কুমার আচার্য্য, রুমি চৌধুরী, রত্না বণিক।

বক্তারা বলেন- জি.কে দত্ত ছিলেন বেতার টেলিভিশন এর বিশেষ শ্রেণির গীতিকার। তার অসংখ্য জনপ্রিয় গান আমাদের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে চট্টগ্রামবাসাী একজন যোগ্য ও গুণী গীতকারকে হারালো।

 

শেয়ার করুনঃ

Leave a Reply