২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ণ

রেমিট্যান্স যোদ্ধা মিজানের পরিবারের করুণ আকুতি : সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ

     

রেমিট্যান্স যোদ্ধা মিজানের পরিবারের করুণ আকুতি : সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ

রেমিট্যান্স যোদ্ধা মিজান এখন মানবেতর জীবন যাপন করছে। শিকলবন্দী হয়ে পরিবার পরিজন থেকে অনেক দূরে মানষিক ভারসাম্য হারিয়ে সময় কাঠছে তার । ব্রাক্ষমাণবাড়ির ছেলে মিজান । সুখ ও শান্তির জন্য সংযুক্ত আরব আমিরাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে যায় সে। সুস্হ শরীরে এতদিন প্রবাস জীবন কাঠিয়ে আসছিল সে। অজানা কারণে সে এখন পাগল প্রায়।

এর মধ্যে মিজান স্হানীয় পুলিশও আটক করে একবার । পাগল মনে করেই পুলিশও তাকে ছেড়েও  দেয়।কয়েকবার নিখোঁজও হয়।সারজাহে তাকে পায় তার সহপাঠিরা।তাকে নিয়ে তার সহপাঠিরা চরম দুশ্চিন্তায় আছে।সর্বশেষ তাদের রুমে শিকল বন্দী করে রেখেছে তাকে।এভাবে কতদিন রাখতে পারবে তারা ? এইজন্য সহপাঠীরা সত্যিই বেকায়দায় রয়েছে। সহপাঠিদের অন্যতম মানবিক মানুষ এনামুল করিম এই প্রতিনিধিতে তাদের এই যন্ত্রণার কথা জানান । এনামুল করিম চকরিয়ার হলেও ব্রাক্ষমাণবাড়িয়ার মিজানের জন্য তার আকুতি রয়েছে সংশ্লিষ্টদের প্রতি।দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সহযোগিতা চান কনসুলেট জেনারেল অব বাংলাদেশের।সহযোগিতা স্হানীয় সাংবাদিক মহলেও ।

শেয়ার করুনঃ

Leave a Reply