২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

ইপিজেড থানা এলাকায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের উদ্যোগে মাস্ক,রিফলেট বিতরণ কর্মসূচি

     

দেশব্যাপি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা,সর্তকতা এবং আইন শৃংখলা বজায় রাখতে জনসাধারণ কে “কিশোরগ্যাং-মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে গণসচেতনা সৃষ্টির লক্ষে জনতার ঐক্যচাই” কর্মসূচির অংশ হিসেবে ইপিজেড থানা এলাকায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের উদ্যোগে মাস্ক,রিফলেট ,নাগরিক ফরম,কমিউনিটি পুলিশিং সেবার স্টিকার বিতরণ কার্যক্রম ২১নভেম্বর শনিবার সকালে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপি ইপিজেড থানার ভারপ্রাপ্ত অফিসার ইনসার্জ(ওসি) উৎপল বড়ুয়া।

বিট পুলিশিং কমিটি(৭৯)’র’সভাপতি মোঃ আনোয়ার হোসেনের  সভাপতিত্বে ও সাঃসম্পাদক মোঃনাছির উদ্দিনের সঞ্চালনায়ে“কিশোরগ্যাংও মাদক নিমূল প্রতিরোধের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত মোঃ হোসাইন,ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম আফজাল, সেকেন্ড অফিসার মোঃ সাজেদ কামাল,বিট পুলিশিং কমিটি(৭৯)’র’সভাপতি মোঃ  লোকমান হাকিম,সাঃসম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুখ,মহিলা নেত্রী শারমিন ফারুক সুলতানা,সমাজসেবক মোঃ ইকবাল হোসেন, মোঃ আবু তাহের,সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা , ফয়সাল  বিন নাছির বক্তব্য রাখেন। একই দিনে বিট পুলিশিং ৭৮,৭৯,৮০,৮১,৮২(৫টি) কমিটির কার্যক্রম বিভিন্ন এলাকায় সম্পন্ন হয়।

প্রধান অতিথি ওসি উৎপল বলেন, কিশোরগ্যাং-মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে ইপিজেড থানা এলাকা কে জিরো টলারেন্স সহ প্রকৃত তথ্য দিয়ে পুলিশ কে সার্বিক সহায়তা দিলে আমরা সর্বাত্মক জনগনের পাশে থাকার অঙ্গীকার করছি।আর কিশোর গ্যাংদের বড়ভাইদের ব্যাপারে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নিতে আরো তৎপর  হবে আমাদের পুলিশ টিম। আর মাদক মুক্ত ইপিজেড থানা এলাকা জনগনের কাছে উপস্থাপন করবোই। মাদক বিক্রিতা,জঙ্গিবাদীর ব্যাপারে গোপনতথ্য দিয়ে পুলিশ কে সহায়তা করে দেশ-সমাজ পরিবার বাচাঁতে এগিয়ে আসুন।

সভা শেষে  বিটের মাদ্রাজী শাহ পাড়া,নয়াহাট,বক্সআলী মুন্সীরোড, আকমল আলী সংগোগ রোড, বন্দরটিলা রেললাইন এবং নারিকেল তলা এলাকায় মাস্ক,রিফলেট ,নাগরিক ফরম,কমিউনিটি পুলিশিং সেবার স্টিকার বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply