২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:০৫ পূর্বাহ্ণ

পূর্বা’র নৃত্য গীতি আলেখ্য ঋতু বৈচিএ্যে প্রেম ও প্রকৃতি

     

বাংলার নদী,জল, ফুল – ফল ভালবেসে বর্ষার কদম, শরতের আকাশ ও কাশফুল এবং বসন্তের কোকিলের ডাক প্রভৃতি প্রাকৃতিক উপাদানকে বহু কবি, সাহিত্যিক ব্যবহার করেছেন তাদের গল্প, কবিতা উপন্যাস সহ নানান সৃষ্টিকর্মে। যুগে যুগে সুনিপুনভাবে ব্যবহৃত হয়েছে বাংলার ঋতু বৈচিএ্যরে প্রাণ প্রকৃতির প্রতিটি উপাদান বা অনুষঙ্গ। এসকল সৃষ্টিকর্মের কিছুটা নিয়ে পূর্বা’র পথচলার দেড়যুগ উপলক্ষ্যে বছরব্যাপী মঞ্চে ও অর্ন্তজালে নানান আয়োজন করছে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা। তারই প্রথম পর্বে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় ভারতের চারজন প্রখ্যাত শিল্পীর অংশগ্রহণে অনলাইনে আয়োজিত হয় নৃত্য গীতি আলেখ্য ঋতু বৈচিএ্যে প্রেম ও প্রকৃতি। নৃত্য গীতি আলেখ্যে কথামালা পর্ব শেষে একে একে ঋতুভিত্তিক সঙ্গীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কাবেরী ঘোষ, আবৃত্তি পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বাচিক শিল্পী ড. সুস্মিতা ঘোষ, নৃত্য পরিবেশন করেন পশ্চিমবঙ্গের নৃত্য শিল্পী মৌবনী সেনগুপ্ত। আয়োজনে তালবাদ্যে ছিলেন পশ্চিমবঙ্গের ভোলানাথ নস্কর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply