১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

     

পেরিয়ে এসেছি সুদীর্ঘকাল, মিলন মেলায় আনবো সকাল” এই শ্লোগান বুকে ধারণ করে বীর চট্টলার ঐতিহ্যবাহী রাউজান উপজেলার ঐতিহাসিক জনপদ নোয়াপাড়ার শিক্ষানুরাগী, প্রতিথযশা জমিদার মোক্ষদা রঞ্জন রায় প্রতিষ্ঠিত নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-‘৯১ ব্যাচের ছাত্র-ছাত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পুনর্মিলনী ও সম্মননা প্রদান অনুষ্ঠান গত (১৩/১১/২০ইং) শুক্রবার নগরীর কাজির দেওরীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘৯১ ব্যাচ এর উপদেষ্ঠা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯১ ব্যাচ এর প্রধান উপদেষ্ঠা মো. জানে আলম। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের আশির্বাণী প্রদান করেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার চৌধুরী, অমর কৃষ্ণ বোষ, প্রদ্যুৎ কুমার সেনগুপ্ত, সুনীল কান্তি বিশ্বাস, সুভাষ চন্দ্র বৈদ্য, সবুজ কান্তি বড়ুয়া, মিসেস নিতি চৌধুরী, স্বপন কান্তি বড়ুয়া, সিরাজুল হক, মিন্টু কুমার নন্দী, লক্ষী রাণী চৌধুরী, আবুল ফয়েজ, খবির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবদুস সৈয়দ (মরণোত্তর), প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম কায়কোবাদ চৌধুরী (মরণোত্তর), সিনিয়র শিক্ষক অনিল কান্তি বড়ুয়া (মরণোত্তর) সম্মাননা প্রদান, উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবদুস সৈয়দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোক্ষদা রঞ্জন রায়সহ প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি-৯১ ব্যাচ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজিত দাশ, বিলকিছ আকতার, আজাদ হোসেন বাবর প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎফল বড়ুয়া। এছাড়া ‘৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের মধ্যে প্রবাসীগণ অনলাইনে এবং দেশে যারা আছে সকলের অংশগ্রহণে করোনাকলীন সময়ে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে কেক কেটে, মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। শিক্ষকবৃন্দ এস.এস.সি-৯১ ব্যাচসহ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উত্তোরত্তর সাফল্য কামনা করে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যাওয়ার আহবান জানান।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply