২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ

মহানবী (দ.)’র সুন্নাতকে সর্বদা আকড়ে ধরেছিলেন আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা.)

     

আন্জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রা.)’র ফাতেহা শরীফ উপলক্ষে ইয়াওমে রেযা অনুষ্ঠান ৩০ অক্টোবর পূর্ব নাসিরাবাদ খানকায়ে রযভীয়া তৌছিফিয়ায় আন্জুমানের সিনিয়র সহ-সভাপতি আল্লামা ওবায়দুন নাছের নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ¦ মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরী। তিনি বলেন, আ’লা হযরত খোদা প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। ১৫০০টি গ্রন্থ রচনা করে নবীজির শানকে সর্বোত্তমভাবে তূলে ধরেছেন। তিনি ইসলামের বহুমূখী সংস্কারও করেন। এজন্য তাঁকে শতাব্দীর মহান সংস্কারক বলা হয়। প্রধান বক্তা ছিলেন আ’লা হযরত গবেষক আল্লামা নূরুল আবছার রেজভী। তিনি বলেন, রাসুলে পাক (দ.)’র সুন্নাতকে সর্বদা আকড়ে ধরেছিলেন ইমাম আ’লা হযরত। তাই ইসলামের প্রকৃত শিক্ষা পেতে হলে আ’লা হযরতের মসলক বা চিন্তাধারা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্জূমানের মহাসচিব সৈয়দ জহিরুল ইসলাম নাঈম। সংগঠনের দপ্তর সচিব এইচ এম নেজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহাম্মদ নিজাম উদ্দীন রেজভী, মহানগর আন্জুমানের সেক্রেটারি মূহাম্মদ আলাউদ্দিন, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মুহাম্মদ আলমগীর, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, যুবনেতা মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ আলী হায়দার, মাওলানা হেলাল উদ্দীন রেজভি, মাওলানা নূর মুহাম্মদ কাদরী, লোকমান আকবর চৌধুরী, আহাদ উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াছ রেযা, মাওলানা আবু তৈয়ব, হাফেজ আবদুল আহাদ সিদ্দিকী, শায়ের পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ ইরফান রেযা, মহিউদ্দীন কাউসার, মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ মহসিন, আবু আব্বাস, আরাফাত উল্লাহ রেজভি প্রমুখ। পরে অনুষ্ঠানের সভাপতি মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply