২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ভারত প্লেন চলাচল চালু হচ্ছে আজ

     

করোনা পরিস্থির কারণে দীর্ঘ সাত মাস দশ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৮ অক্টোবর) থেকে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, দমদম বিমানবন্দর সূত্রে খবর- বুধবার সকালেই ঢাকা থেকে কলকাতায় এসে নামবে যাত্রীবাহী প্লেন। দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে, গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে কলকাতা-ঢাকার ফ্লাইট যোগাযোগ। ফের তা চালুর সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা।

দমদম বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রীবাহী ফ্লাইট নামবে দমদম বিমানবন্দরে। আর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী ফ্লাইট যাতায়াত করবে। আপাতত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলবে দু’দেশের মধ্যে। পরবর্তীকালে ইন্ডিগোসহ অন্যান্য এয়ারলাইন্স সংস্থার ফ্লাইট চালানো হতে পারে। খুব শিগগিরই সপ্তাহে সাতটি ফ্লাইট ঢাকা-কলকাতা আসা-যাওয়া করবে বলে জানা গেছে।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে যে সব যাত্রী কলকাতায় আসবেন, তাদের করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল সঙ্গে থাকা বাধ্যতামূলক।

আরটিপিসিআর টেস্ট করানোর পরই প্লেনে ওঠার ছাড়পত্র পাবেন কলকাতা আসতে চাওয়া যাত্রীরা। আর প্লেনে ওঠার আগে যাত্রীদের করোনা ফলাফল ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply