২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

‘গোল্ড ফেসিয়াল’ করুন ঘরে বসেই

     

ত্বকের উজ্জ্বলতা অনেকখানি বাড়িয়ে দেয় গোল্ড ফেসিয়াল। যেকোনো অনুষ্ঠান আর উৎসবের আগে প্রায় সব নারীরাই এই ফেসিয়াল করে থাকেন।

তবে এই মহামারিকালে অনেকেই তো পার্লারে যেতে সাহস করেন না, আর যাওয়াটাও উচিত নয়। তাই ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে যদি গোল্ড ফেসিয়াল করা যায়, তাতে মন্দ হয় না!

আর এই প্রাকৃতিক গোল্ড ফেসিয়ালের প্রয়োজনীয় উপাদানসমূহ প্রায় সবার ঘরেই থাকে। তাই টাকা খরচেরও প্রয়োজন নেই। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে করবেন গোল্ড ফেসিয়াল-

প্রথমেই মুখ ভালো করে পরিষ্কার করুন

> গোল্ড ফেসিয়াল করার প্রথম ধাপে ভালো করে পরিষ্কার করা।

> এক্ষেত্রে মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করতে ব্যবহার করুন কাঁচা দুধ।

> কাঁচা দুধ তুলায় নিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট মুখে ম্যাসাজ করুন।

> ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে।

এবার স্ক্রাবিংয়ের পালা

> গোল্ড ফেসিয়াল করার দ্বিতীয় ধাপে ভালো করে স্ক্রাবিং করে নিন।

> স্ক্রাবার বানিয়ে নিন ঘরেই- চিনি, লেবুর রস ও মধু এক চামচ করে নিন।

> এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করুন।

> ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

স্টিমিং করু হালকাভাবে

> গোল্ড ফেসিয়াল করার তৃতীয় ধাপে ভালো করে স্টিমিং করে নিন।

> একটি পাত্রে পানি উষ্ণ গরম করে তাতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ মুছুন। ৩ মিনিট করুন এটি একইভাবে।

গোল্ড ফেস প্যাক

> গোল্ড ফেসিয়াল কিট একান্তই যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আর না হলে ঘরে বানিয়ে নিন গোল্ড ফেস প্যাক-

> গোল্ড ফেসিয়াল করার শেষ ধাপে ফেস প্যাক মাখতে হবে।

> গোল্ড ফেস প্যাক বানাতে- ১ চামচ টকদই, আধা চামচ হলুদ, ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু প্রয়োজন।

> এই পাঁচটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ফেস প্যাক বানিয়ে নিন।

> এবার মুখে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে নিন।

> ২০ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

দেখলেন তো কত সহজে, কম সময়ে ও বিনা খরচে গোল্ড ফেসিয়াল করা সম্ভব।

শেয়ার করুনঃ

Leave a Reply