২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৬/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ার তিন ইউপি নির্বাচন : নৌকা ২ , স্বতন্ত্র ১ বিজয়ী

     

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২ আওয়ামী লীগের প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লোহাগাড়া সদর ইউনিয়নে আলহাজ্ব নুরুচ্ছাফ চৌধুরী ও আমিরাবাদ ইউনিয়নে এস এম ইউনুছ এবং আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন।

২০ অক্টোবর ( মঙ্গলবার ) সকাল ৯ টা থেকে এ তিনটি ইউনিয়নের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫ টায়। এর পর প্রতি কেন্দ্রে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে মাইকে ফলাফল ঘোষণা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে লোহাগাড়া সদর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফ চৌধুরী (নৌকা) ৯ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী ( আনারস ) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট।

আমিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম ইউনুছ (নৌকা) ১১ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক ২ হাজার ৮৭০ভোট পেয়েছেন।

আধুনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন ( আনারস) ৩ হাজার ৮ শ ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আইয়ুব মিয়া ( টেবিল ফ্যান) ২ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কমিশনের অফিস সূত্রে জানা যায়, তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩১ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১১৯ জন।

এর মধ্যে ভোটার সংখ্য হল আমিরবাদ ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৮ হাজার ৯৪৩ জন। ভোটকেন্দ্র ৯ টি। আধুনগর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ১৫ হাজার ৫৫৬ জন। ভোটকেন্দ্র ৯ টি। লোহাগাড়া সদর ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ২৩ হাজার ১৬৯ জন। ভোটকেন্দ্র ১০ টি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply