২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:১৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে আবাসিক হোটেল মালিক সমিতির মতবিনিময়

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ¦ খোরশেদ আলম সুজনের সাথে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় আন্দরকিল্লাস্থ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ¦ মোঃ ছালামত আলী, সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, সহ সভাপতি কাজী মোঃ ইব্রাহীম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন নুরুল কবির, যুগ্ম সম্পাদক লায়ন এম শফিউল আলম, অর্থ সম্পাদক মাওলানা আ.ন.ম আবদুশ শাকুর, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শিহাব ছগীর, মোহন লাল মহাজন, মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।

মতবিনিময় সভায় প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তর করতে আমার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরীতে যখন যেখানে যে সমস্যা দেখা দিচ্ছে, আমি চেষ্টা করছি তা দ্রুত সমাধান করতে। নগরীর সৌন্দর্য রক্ষায় এবং সুষ্ঠ ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য রাস্তাঘাট এবং ফুটপাত কে হকার মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে ব্যবসায়ী হিসেবে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। আবাসিক হোটেল মালিক নেতৃবৃন্দরা প্রশাসক এর কাছে করোনাকালীন সময় বিবেচনা করে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স মওকুফ ও সময়সীমা বৃদ্ধি করার আহবান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল উন্নয়নমূলক কাজে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। হোটেল মালিক নেতৃবৃন্দ ডিসি লাইসেন্স ফি এক বছর মেয়াদে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানোর জন্য অনুরোধ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply