২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

আজ বশিরুজ্জামান চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী

     

আজ ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের তৎকালিন ট্রেজারার, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বশিরুজ্জামান চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম শহীদ বশরুজ্জামান চৌধুরীর বড় ভাই। ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জেঠা।

বশিরুজ্জামান চৌধুরী ১৯৬৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের একটি হাসপাতালে অপারেশনকালীন মৃত্যুবরণ করেন। পরবর্তী বাংলাদেশ বিমান যোগে দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বশিরুজ্জামান ১৯৩২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের প্রখ্যাত জমিদার এডভোকেট নুরুজ্জামান চৌধুরীর পুত্র। নুরুজ্জামান চৌধুরীর তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড় বশিরুজ্জামান, মেঝ আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সর্বকনিষ্ট সন্তান বশরুজ্জামান চৌধুরী। বশিরুজ্জামান চৌধুরী তৎকালিন চট্টগ্রামের একজন উদীয়মান শিল্পপতি ও আওয়ামীলীগের প্রথম সারির নেতা ছিলেন। এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরীর সাথে তিনিও চট্টগ্রাম তথা সারাদেশে আওয়ামীলীগকে প্রতিষ্টাতা করার জন্য মেধা ও অর্থ দিয়ে সংগঠিত করেছেন। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তিনিও যথেষ্ঠ অবদান রেখেছেন। নিজ এলাকায় একক প্রচেষ্ঠায় গড়ে তুলেছেন হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র। এছাড়াও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা করেছেন। তাঁর দুই সন্তান ও তিন কন্যা সন্তান রয়েছে। জ্যেষ্টপুত্র হাসানুজ্জামান চৌধুরী জোসেফ চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক, অপর সন্তান ওয়ারিসুজ্জামান চৌধুরী আরজু জনতা ইন্সুরেন্সের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply