২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৮/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

ধর্ষনকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুানালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি

     

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে সারা দেশ ব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আজ বিকাল ৪ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে মূল বক্তব্য উত্থাপন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক মতিউর রহমান সৌরভ। বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম, নুরে আলমগীর চৌধুরী, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আব্দুল ওহাব, আবু সাহাদাত চৌধুরী শিপন, ডবলমুরিং থানা কমিটির সভাপতি মোঃ আব্দুর রব, সহ-সভাপতি খন্দকার কছির উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান, কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিটন, মজিবুর রহমান, মোশাররফ হোসেন ভূইয়া, মোঃ আব্দুল ওহাব সরকার, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, আল আমিন হোসাইন, মিজানুর রহমান, সাংবাদিক স ম জিয়া, আলোকচিত্রী যদু দাশ, আব্দুর রহমান, স্বাধীন বর্মন, মোঃ সেলিম ও নারী নেত্রী সৈয়দা সাহানারা বেগম মাসুমা কামাল আখি, মরিয়ম আক্তার পিংকী, ঝর্ণা আক্তার, সৈয়দা নাইমা আক্তার হাবিবী, নুপুর আক্তার, নুরজাহান আক্তার নুর, লুবা আক্তার প্রমুখ।
মতিউর রহমান সৌরভ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন বর্বর ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই নারী ও শিশু নির্যাতন নিপীড়ন ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশংকা বিরাজমান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply