২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

     

হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন তিন গবেষক হার্ভে জে অল্টার, মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস।

চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সোমবার সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটে এ তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নোবেল কমিটি।

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় ওষুধ আবিষ্কারের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হলেন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। নোবেল বিজয়ী এই তিনজন দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

এর আগে চিকিৎসায় নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।

অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গত বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply