২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ

বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশে রিয়াজ হায়দার চৌধুরী

     

পার্বত্য জেলা বান্দরবানে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায় ও মর্যাদার সংগঠন ‘ বান্দরবান সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। বান্দরবান সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশ দেশ কোন বেনিয়া শক্তির তালুক নয়। শুভ শক্তির পক্ষে দেশ বিনির্মাণে গণমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে । রাষ্ট্রর এগিয়ে চলায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিষণ , সরকারের ফার্স্ট ট্রেক প্রকল্প সহ উন্নয়ন অব্যাহত রাখা, সেবা তৃণমূলে পৌঁছে দেয়া এবং ‘ভালো ও আলোর পক্ষে , দুর্নীতি বিরোধীতায় জনমত গঠনে গণমাধ্যমকর্মীদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন সাংবাদিক ও পেশাজীবী নেতা, নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ হাকিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সংগঠনের সদস্য সচিব মংসানু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের আহ্বায়ক আল ফয়সাল বিকাশ। কমিটিতে আল ফয়সাল বিকাশ আহ্বায়ক, মংসানু মারমা সদস্য সচিব, নির্বাহী সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন শাহরিয়ার, মোহাম্মদ ইসহাক, কৌসিক দাস গুপ্ত। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আরও ২০ জন সাধারণ সদস্য রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘আমাদের সাংবাদিক ইউনিয়নেরে অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে সারাদেশের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি( বঙ্গবন্ধু কন্যা) কাজ করেছেন। বঙ্গবন্ধু নিজেও গণমাধ্যমের সাথে নানাভাবে যুক্ত ছিলেন। অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও তার সহযোগী ইউনিয়নগুলোর জন্য বঙ্গবন্ধু কন্যা নানামাত্রিক সহযোগিতা দিয়ে চলেছেন। বান্দরবান গঠিত ইউনিয়নও মুক্তিযুদ্ধের চেতনার পথ ধরেই এই অঞ্চলের সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে। ‘ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা কোন ধরনের বিপদে পড়লে পাশে দাঁড়াবে একমাত্র ইউনিয়ন। সব ধরনের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন তিনি আশাবাদ জানিয়ে বলেন, আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনটি দ্রুত ফেডারেল ভূক্ত হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply