২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

মহানবীর ত্যাগের দর্শন অনুসৃত হলে অশান্ত বিশ্বে শান্তি ফিরে আসতে পারে

     

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন, পবিত্র শোহাদায় কারবালার স্মরণে আলোচনা সভা এবং মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হতে জামিনে মুক্তি হওয়ায় শোকরানা মাহফিল ৩০ সেপ্টেম্বর বিকালে দক্ষিণ কাঞ্চন নগর এ.এস পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি ডা. মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাস্টার মুহাম্মদ মজাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হামিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা কাঞ্চন নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শহিদুল আলম কাদেরী। প্রধান আলোচক ছিলেন যুবসেনা ফটিকছড়ি উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক যুবনেতা অধ্যাপক মহিন উদ্দীন চৌধুরী। কাউন্সিলর ছিলেন ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা উত্তরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আজিজুল করিম। ২য় অধিবেশন শোহাদায়ে কারবালার আলোচনা সভায় উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কাঞ্চন নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউসুফ মিয়া ফারুকী। সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চন নগর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ডা. মুহাম্মদ রফিকুজ্জামান মেম্বার। বিশেষ অতিথি ছিলেন কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার মাজাহারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুদাররিস মাওলানা জয়নুল আবেদীন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন আমতল ছিদ্দিকীয়া মইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আবু শাহাদাত আলকাদেরী। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইয়াকুব কাদেরী, মাওলানা মহিন উদ্দীনসহ আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শান্তি, সহিষ্ণুতা, গণকল্যাণ, সকল ধর্মের মানুষের সহাবস্থান এবং মানুষে মানুষে সম্প্রীতি ও দেশে দেশে ঐক্য-সংহতি প্রতিষ্ঠাই ইসলামের শাশ্বত নির্দেশনা। মহানবীর ত্যাগের দর্শন অনুসৃত হলে অশান্ত বিশ্বে শান্তি ফিরতে পারে। বক্তারা আরো বলেন, আহলে বায়তে রাসূলের ভালোবাসা ও মুহাব্বত অন্তরে ধারণ করলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বায়তে রাসূলের (দ.) ভালোবাসাই ঈমানের অনিবার্য দাবি। সত্যিকার মুমিন ও ইনসানে কামেল হতে হলে আহলে বায়তে রাসূলকে (দ.) ভালোবাসতে হবে এবং তাঁদের জীবনাদর্শকে গ্রহণ করতে হবে। কাউন্সিলে সর্বসম্মতিতে ডাঃ মুহাম্মদ ইলিয়াছকে পুনরায় সভাপতি, মাস্টার মজাহারুল ইসলামকে সাধারন সম্পাদক এবং মুহাম্মদ মোজাম্মেল হক সোহানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply