২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগের পরিচিত মুখ কবি কামাল উদ্দীন

     

 প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি
মো: কামাল উদ্দীন একজন সফল ব্যাবসায়ী এইছাড়াও একজন উদীয়মান কবি । ব্যাবসার পাশাপাশি, লেখা লেখির মাধ্যমে ফেসবুক জগতে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন।আমরা প্রায় প্রতিদিনই ফেসবুকের পেজে চোখ রেখে তার লেখা কবিতা দেখতে পাই।তিনি তার টাইম লাইনে নিজের লেখা গুলো পোস্ট করে বহু পাঠক তৈরি করতে সক্ষম হয়েছেন।আমি নিজেও একজন তার কবিতার নিয়মিত পাঠক।তিনি তার কবিতায় সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন।পাশাপাশি তিনি তার কবিতায় শব্দচয়নের ব্যাপারে খুব যত্নশীল।তার কবিতায় প্রাঞ্জল ভাষার ব্যবহার প্রশংসার দাবি রাখে। আজকের দিনে যখন কিছু অসুস্থ মানুসিকতার লোক বাংলা ভাষাকে দূষিত করে চলেছে ঠিক তখনই তার মতো কবিগণ সুস্থ ধারার কাব্য চর্চা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।এটা বাংলা সাহিত্যের জন্য সত্যিই স্বস্তির ব্যাপার। তিনি ইতিমধ্যে সাতশত উপরে কবিতা লিখেছেন। তার লেখা লুকোচুরি খেলা ,নিঠুর বন্ধু, আমার আমি নই, আজ সবারি জানা, হবে তোমার জয়, আঠারো বছর পর বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। তিনি ফেসবুকের বেশ কিছু সাহিত্য গ্রুপের সাথে যুক্ত।বিভিন্ন সময়ে এসব সাহিত্য গ্রুপ গুলো গুলো হতে কবি একাধিক সম্মানে সম্মানিতও হয়েছেন। যে কয়জন কবি সাহিত্যিকদের প্রচেষ্টায় বাংলা সাহিত্য ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে তিনি একজন। তাই এই সৃজনশীল কাজের জন্য ফেইসবুকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply