১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারায় র‍্যাবের ২২ ঘন্টা অভিযানে চালিয়ে বিপুল ইয়াবাসহ আটক ১ পালিয়ে গেছে ৩

     

 আনোয়ারা প্রতিনিধি
  চট্টগ্রামের আনোয়ারা থানার ৩নং রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় দীর্ঘ ২২ ঘন্টা অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় কামরুজ্জামান (৩০) নামে  নব্য মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব)। সোমবার ১৪ সেপ্টেম্বর  দুপুরে উপজেলার দোভাষী বাজার হতে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুন্নাপাড়া এলাকার সাবেক মেম্বার নুরুল হকের ছেলে।র‍্যাব সূত্র জানা যায়, উপজেলার রায়পুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা দোভাষীর ঘাটে মায়ানমার হতে বঙ্গোপসাগর হয়ে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান খালাস করছে এবং এই মাদক চালান হস্তান্তরের জন্য অবস্থান করছে। এর ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কামরুজ্জামানকে আটক করে। এ সময় সরওয়ার আলম,মোঃ জমির উদ্দিন (৩৬) ও রমজান নামে আসামীরা পালিয়ে যায়।
পরে আটক কামরুজ্জামানকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচলনা করলে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান নামে  এক নব্য মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে র‍্যাব । পরে তাকে নিয়ে বিভিন্ন জায়গা হতে ইয়াবার বৃহত্তর চালান জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply