১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৬/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

আলীকদমে পাহাড় ধসে নিখোঁজ ১ আহত ১

     

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় ধসে পড়ে ১ জন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত ১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়া পাড়া ইউনিয়নের মাগুর ঝিড়ি পাহাড়ে ৪ শ্রমিক বাঁশ কাটতে যায়। এ সময় হঠাৎ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় এমংচিং মারমা (২৫) কে উদ্ধার করে স্থানীয়রা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন রুবেল (২৫) নামের একজন। ঘটনার সময় উপস্থিত শ্রমিক মো: মিনার (৩০) মো: বেলাল (২৫) নিরাপদ জায়গায় সরে যায়। শ্রমিকরা সবাই নয়াপাড়া ইউনিয়নের কলার ঝিড়ি আব্বাস কারবাড়ি পাড়ার বাসিন্দা।
এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে রওনা হয়। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর একটি টীমও ঘটনাস্থলে গিয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply