২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৯/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

৩৮ ঘণ্টা পর ভেসে উঠল আবু মুসার মরদেহ

     

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নির্মাণাধীন সেতুর পিলারের ধাক্কায় ডুবে যাওয়া পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ানের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গলহাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালনা ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে মঙ্গলহাটা এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মুসার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বাসিন্দা পুলিশ সদর দফতরে কর্মরত কনস্টেবল আবু মুসা রেজওয়ান তার সাত মাস বয়সী শিশুপুত্র, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে গত শুক্রবার মধুৃমতি নদীতে ভ্রমণে বের হন। কালনা ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে প্রবল স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগলে আবু মুসা রেজওয়ান কোলে থাকা তার সাত মাসের শিশু আনাসসহ নদীতে ছিটকে পড়ে যান।

স্রোতের কারণে তিনি শিশু সন্তানকে নিয়ে উঠতে পারেননি। এরপর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের সন্ধান পাননি। সবটুকু পড়তে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply