২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

     

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশে কর্তব্যরত চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আজ ২৮ আগস্ট বিকাল ৩ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর জাতীয় ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহবায়ক সুমন বড়ুয়া।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাতীয় ছাত্র সমাজ নেতা আবু হানিফ নোমান, বাপ্পি আহমেদ, কোতোয়ালী থানা প্রতিনিধি তাসকিন আহমেদ মুন্না, মুহাম্মদ মাসুম, মোঃ আকিব, বাকলিয়া থানা প্রতিনিধি আবু হাসান, মোঃ সেলিম, সদরঘাট থানা প্রতিনিধি মোঃ নিলয়, শুভ দাশ, বন্দর থানা প্রতিনিধি মোঃ আরিফ, মোঃ শাকিল, পতেঙ্গা থানা প্রতিনিধি দিদার, হালিশহর থানা প্রতিনিধি মোঃ আনসার, মোঃ হাসান, ইপিজেড থানা প্রতিনিধি মোঃ পারভেজ, বাপ্পা বড়ুয়া, রাতুল দাশ, খুলশী থানা প্রতিনিধি মোঃ শাকিল ইব্রাহিম, পাঁচলাইশ থানা প্রতিনিধি লুৎফুর রহমান আলিফ, মোঃ হাবিবুর রহমান, বায়েজিদ থানা প্রতিনিধি মোঃ হৃদয়, মিশন দাশ, সিটি কলেজ প্রতিনিধি সঞ্জয় কুমার মিত্র, শরীফুল মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “জাতির বিবেক সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমাজে হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা করা। এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। একজন সংসদ সদস্য যে কিনা আইন প্রণেতা, তিনি কি করে এমন জঘন্য কাজ করতে পারলেন?”

বক্তারা অবিলম্বে চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ সাংবাদিকদের উপর হামলার ইন্দনদাতা এম.পি মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ শূন্য ঘোষনার জোর দাবি ও হামলাকারীদের কঠিন শাস্তির দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply