১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৯/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৩৯ পূর্বাহ্ণ

এম এ আজিজ আউটার স্টেডিয়ামে ভিবিডির পরিচ্ছন্নতা অভিযান

     

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলার সদস্যরা নগরীর কাজির দেউড়ির আউটার স্টেডিয়াম মাঠটি পরিষ্কার করার জন্য এবং এটিকে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য একটি উদ্যোগ নিয়েছেন। যেখানে ২৫আগস্ট ভিবিডির ১০০ জনের চেয়েও বেশি স্বেচ্ছাসেবক স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছেন।

আমরা জানি এই মাঠটি মানুষ পার্ক হিসেবে ব্যবহার করে। যুবকরা এখানে খেলাধুলা করে এবং অনেকেই মুক্ত বাতাসে একটু সময় কাটাতে এখানে আসে। এমনকি প্রাণী ও পাখিরাও এটি বিশ্রামের জন্য ব্যবহার করে থাকে।

কিন্তু ময়লা-আবর্জনা ও প্লাস্টিকের জঞ্জালগুলোর কারনে এই মাঠটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং মানুষ এখানে আসা বন্ধ করে দিয়েছে। এসব উপলব্দি করেই ভিবিডি চট্টগ্রাম এই পরিকল্পনাটি হাতে নিয়েছে।

ভিবিডি চট্টগ্রামের সভাপতি কাউসার হোসেন বলেন, এটি তাদের প্রথম পর্ব ছিলো। তারা মাঠটিকে আগামী ৪মাস পরিস্কার রাখার দায়িত্ব নিয়েছে। যাতে করে তাদের কার্যক্রম দেখে অন্যান্য মানুষ সচেতন হয়ে উঠে এবং এ জায়গাটি পরিস্কার রাখার চেষ্টা করে। সর্বোপরি মানুষ যেনো মুক্ত বাতাসে একটু সময় কাটাতে এখানে আসতে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply