২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

স্কুলের প্রধান শিক্ষকের বিবৃতি: ম্যানেজিং কমিটির সভাপতির ষড়যন্ত্রে প্রধান শিক্ষক এর জীবন-জীবিকা বিপন্নের পথে

     

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণর এর উপর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এফ.এম মুশফিকুর রহমান দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে অত্র বিদ্যালয় থেকে অপসারণ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার ও তার বিরুদ্ধে পত্র-পত্রিকায় অসৎ তথ্য গুজব ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছে। বর্তমানে সভাপতি সাহেব প্রধান শিক্ষক এর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন অনলাইন পত্রিকায় ৬০ লক্ষ টাকার আত্মসাৎ ও সরকারী বেতন বিল স্বাক্ষর জালিয়াতির অসত্য তথ্য সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা সাজানো, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক। দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব এই সংবাদের প্রতিবাদে বলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সভাপতির পিতা জনাব এফ.এম আখতারুজ্জামান এর সাথে পরীক্ষা দিয়ে আমি প্রধান শিক্ষক হিসেবে প্রথম স্থান অধিকার করে নিয়োগ পাই। সভাপতির পিতার অত্র বিদ্যালয়ে নিয়োগে ব্যর্থ ও বিভিন্ন অনিয়ম তান্ত্রিক কাজে সহায়তা না করার জন্য এর প্রতিশোধ হিসেবে তিনি একাধিক বার আমাকে হেনস্থা করেন এবং আমার ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হন। শুধু তাই নয় জোরপূর্বক দাতা সদস্য কর্তৃক মনগড়া রেগুলেশন লিখে সেখানে স্বাক্ষর প্রদানে চাপ প্রয়োগ করেন। যার ফলশ্রুতিতে আমি ও আমার পরিবার মারাত্নক নিরাপত্তাহীনতায় ভোগছি। এ সংক্রান্ত বিষয় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং- ১০২২।
এমতাবস্থায় সভাপতির ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুষ্টু তদন্তের জন্য আবেদন করা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply