বাকলিয়ায় ইয়াবাসহ র্যাবের হাতে ট্রাকের হেলপার আটক, চালক পালিয়ে গেছে

দেশের বিভিন্ন এলাকা হতে মালামাল নিয়ে কক্সবাজার টু টেকনাফে যায় ট্রাক ফিরতি পথে নিয়ে আসে বিপুল পরিমান ইয়াবা।কুখ্যাত ইয়াবা কারবারীরা বিভিন্ন ট্রান্সপোর্ট নাম দিয়ে এই ব্যবসা চালাচ্ছে।এমন একটি ইয়াবার চালান ধরা পড়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে। ৩১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে ট্রাকের হেলপারকে। পালিয়ে গেছে ট্রাক ভ্রাইভার।
আজ শুক্রবার ৭ আগস্ট ভোরে বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে হেলপারকে আটক করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ট্রাক চালক।আটক ট্রাকের হেলপারের নাম মো. আলাউদ্দীন (৪০)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ কুনিয়াপালং এলাকার মো. হোসেনের ছেলে। ৩১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।