২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:২৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ

পটিয়ায় ভিজিএফ চাউল বিতরণকালে

     

বিজন চক্রবর্ত্তী বরাদ্দ বন্টনে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে প্রেস বিজ্ঞপ্তি\ ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পটিয়ায় ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদে এলাকার প্রায় ৭শ গরীব ও দু:স্থদের মাঝে চাউল বিতরণ করা হয়এসময় উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপির উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ মিঞা, মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, উপজেলা আ’লীগ নেতা বিএম জসিম, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু মেম্বার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু হাসনাত ফয়সাল, যুগ্ম আহবায়ক কাজী কাদের, ফয়জুল আবেদীন সজীব,মোরশেদ আলম অভি, ইউপি মেম্বার জুনু বেগম, রেখা দাশ, তছলিমা নুর, জসিম উদ্দিন, টিটু দেব, স্বপন তালুকতার, হামিদুল হক তালুকদার, নুরুল হক, সেলিম উদ্দিন ৷
চাউল বিতরণকালে হুইপের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্ত্তী বলেন, বর্তমান সরকারের সময়ে গরীব ও অসহায় মানুষের জন্য চাউলসহ বিভিন্নভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। দলের কোন নেতাকর্মী কিংবা জনপ্রতিনিধি বরাদ্দ বন্টনের সময় অবৈধভাবে টাকা আদায় ও অনিয়ম করলে তা প্রশাসনকে জানানো প্রয়োজন। বরাদ্দ বন্টেনের সময় কোন ধরনের ঘুষ দিতে হয়না। এতে কেউ জড়িত থাকলে সেটা তার ব্যক্তিগত বিষয়। হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশ রয়েছে কোন ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে। হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে যেসব রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে তা শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply