২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:২৬/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

সাদা সোনা’ আবিষ্কার করলো জার্মানি

     

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হলেও জার্মানি খনিজ সম্পদে সমৃদ্ধ নয়৷আধুনিক প্রযুক্তির অনেকটাই এখন ‘সাদা সোনা’, অর্থাৎ লিথিয়াম-নির্ভর৷তবে বিজ্ঞানীদের সাফল্যে এখন লিথিয়াম রপ্তানির স্বপ্নও দেখছে জার্মানি৷

মোবাইল ফোন, ট্যাব, ঘড়িসহ অনেক কিছুই লিথিয়াম ব্যাটারি ছাড়া চলে না৷ এই লিথিয়াম সব দেশে হয় না৷ বিশ্বের প্রায় ৮০ ভাগ লিথিয়াম হয় খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া ও অস্ট্রেলিয়ায়৷এ কারণে জার্মানির তৈরি লিথিয়াম ব্যাটারিতেও থাকে আমদানি করা লিথিয়াম৷ তবে সেই দিন ফুরাতে চলেছে৷

সম্প্রতি থার্মাল ওয়াটার থেকে লিথিয়াম আহরণের উপায় উদ্ভাবন করেছেন জার্মানির কার্ল্সিগফ্রুহে ইন্সটিটিউট অব টেকনোলজি (কেটিটি)-র বিজ্ঞানীরা৷সবটুকু পড়তে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply