২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৪০ পূর্বাহ্ণ

প্রবীণ শিক্ষাবিদ ইউসুফ চৌধুরী’র ইন্তেকাল

     

গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান পিতা আওলাদে রাসুল হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর একনিষ্ট মুরিদ প্রবীন শিক্ষাবিদ মাস্টার আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ চৌধুরী (৭২) ২৬ জুলাই রবিবার সকাল ৬.৪০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। মরহুমের নামাজে জানাজা ঐদিন বাদে আসর মরহুমের নিজবাড়ী রাউজান পৌরসভার সুলতানপুরস্থ হাসমত আলী চৌধুরী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাস্টার ইউসুফ চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, উত্তর জেলার সভাপতি আবদুস শুক্কুর কোম্পানী, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে রাউজান ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply