২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের জীবনাবশান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

     

আনোয়ারা প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা  প্রবীণ আওয়ামীলীগ নেতা ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  আব্দুল হকের রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন সম্পন্ন হয়েছে। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি সুসজ্জিত দল । বুধবার (২২জুলাই) সন্ধ্যায় ৭টা  উপজেলার চাতরী চৌমুহনী বাজারস্থ হাজী বাগিছা জামে মসজিদ  মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়।

এর আগে জাতীয় পতাকায় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।এ সময়  আনোয়ারা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।এদিকে তাঁর মৃত্যুতে আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।শোক বিবৃতিতে তিনি মরহুমার আত্নার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply