২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

চরফ্যাসনে ঝড়ে ঘর চাপায় মা ছেলেসহ ৩ জনের মৃত্যু

     

আকতারুজ্জামান সুজন

ভোলা জেলার চরফ্যাসনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্যরাত পৌনে ১২টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।ঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)। নিহত জোরায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসায় পড়ালেখা করতো।

জানা যায়, নিহতের পরিবারের সদস্যরা উপজেলার  ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমন্ত অবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply