১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৬/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৪:০৬ পূর্বাহ্ণ

পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা সালেহ’র হত্যাকারী চিহ্নিত

     

ব্যবসায়িক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ার পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনের নিজের ফ্লাটে হত্যা করা হয় ৩৩ বছর বয়সী বাংলাদেশি এই টেক মিলিওনিয়ারকে। খবর ডেইলি মেইলের।

সালেহের বোন মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে তার ২২ মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে গিয়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে তার ভাইয়ের শরীরের খন্ডাংশ দেখতে পান। তিনি দেখেন যে, সালেহ’র হাত-পা, মাথা, শরীর টুকরো করে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একজন প্রশিক্ষিত খুনির মাধ্যমে এটা পেশাদার ব্যক্তির কাজ। ওই খুনি সালেহ’র সঙ্গেই লিফটে ওঠেন। লিফটটি সালেহ’র অ্যাপার্টমেন্টে সামনে খোলার পর ওই খুনিও তার সঙ্গে নামেন। তারা জানায়, ওই খুনি মাস্ক, গ্লাভস, টুপি এবং ‘নিনজা আউটফিট’ পরেছিলেন। তার সঙ্গে একটি স্যুটকেসও ছিল। সম্ভবত হত্যার পর সালেহ’র দেহ কাটার জন্য সেখানে যন্ত্রপাতি ছিল।সবটুকু পড়তে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply