১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

সুুনামগঞ্জে পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

     

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যুবার্ষিকীতে সুুনামগঞ্জ জেলা
জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে সুুনামগঞ্জ প্রেসক্লাবে এই আলোচনা সভা ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহম্মদের সভাপতিত্বে ও সুুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান
সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান সমছু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-আহবায়ক মনির উদ্দিন মনির,সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শওকত আলী,সুুনামগঞ্জ পল্লীবন্ধু পরিষদের আহবায়ক জসিম উদ্দিন,সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর,জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কদ্দুস,মোল্লাপাড়া ইউপি জাপা নেতা শামীম আহমদ,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ,লক্ষনশ্রী ইউপি জাপার আহবায়ক আব্দুল মান্নান,যুগ্ম- আহবায়ক ও ইউপি সদস্য মহিনুর রহমান, সুরমা ইউপি জাপার আহবায়ক সিরাজুল ইসলাম,পল্লীবন্ধু পরিষদ সুুনামগঞ্জ জেলার সদস্য সচিব মহিম তালুকদার,জাহাঙ্গীর নগর ইউপি জাপার যুগ্ম-আহবায়ক এরশাদ মিয়া, কুরবাননগর ইউপি জাপার আহবায়ক আলীনুর,গৌরারং ইউপি জাপার যুগ্ম- আহবায়ক ও ইউপি সদস্য আব্দুল মমিন,সদর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম- আহবায়ক ছাব্বির আহমদ, গৌরারং ইউপি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এরশাদ মিয়া, সুরমা ইউপি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-আহবায়ক ইব্রাহীম খলিল বাবুল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা জাতীয় পার্টির সম্পাদক সেলিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন, রঙ্গারচর ইউপি জাপা নেতা
আনোয়ার মিয়া, আব্দুল মতিন, জাপা নেতা আব্দুল মান্নান,মোল্লাপাড়া ইউপি জাপা নেতা সৈয়দুল ইসলাম,লক্ষনশ্রী ইউপি জাপা নেতা জুয়েল রানা,
তাজুদ মিয়া জাতীয় ছাত্র সমাজ নেতা সুমন আহমদ স্বপন,কুরবাননগর ইউপি সদস্য ও জাপা নেতা নুরুল হক মেম্বার প্রমুখ। এসময় বক্তারা বলেন পল্লীবন্ধু এরশাদের রাষ্ট্র পরিচালনা দেশের ইতিহাসে বিরল। তার সময়ে উপজেলা পরিষদ গঠণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হয়েছিল।
তিনি দেশে সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র ধর্ম ইসলাম যেমন তিনি ঘোষণা করেছিলেন ঠিক তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য
কল্যাণ ট্রাস্ট করেছিলেন। তিনি শুক্রবার সাপ্তাহিক ছুটি করেছিলেন আবার জন্মাষ্টমীতেও তিনি ছুটি ঘোষনা করেন এখানে তিনি অসাম্প্রদায়িক

ছিলেন। পল্লীবন্ধুর সময়ে দেশে শান্তি ছিল দূর্নীতি ছিলনা। তারা বলেন ২২ টি জেলাকে ৬৪ টি জেলায় রূপান্তরিত করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। পল্লীবন্ধু এদেশের আপামর মানুষের নেতা ছিলেন। তিনি জীবদ্দশায় বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পল্লীবন্ধু একজন সফল রাজনীতিবিদ ছিলেন তিনি দেশের রাষ্ট্রপতি যেমন ছিলেন আবার মহান সংসদের বিরোধী দলীয় নেতাও ছিলেন। এমন দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে বিরল। পল্লীবন্ধু এরশাদের আদর্শ ওস্বপ্ন বাস্তবায়নই আমাদের আগামীর অঙ্গীকার। আগামী দিনে পীর মিসবাহ্ধসঢ়; এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে এ জেলায় আরো শক্তিশালী করার মধ্য দিয়ে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাটাই হোক আজকের প্রত্যয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দুআ পরিচালনা করেন সুুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান। উল্লেখ্য বিগত ২০১৯ সালের ১৪ জুলাই সাবেক এই রাষ্ট্রপতি ইন্তেকাল করেন। তার নিজ জেলা রংপুরের পল্লীনিবাসে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আমৃত্যু তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply