২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

বাড়িভাড়া জুলাই থেকে ৫০ শতাংশ করার দাবি

     

 ঢাকা অফিস

জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ।করোনা ভাইরাস মহামারির সময়ে ভাড়াটিয়ারা অসহায়ত্বের মধ্য দিয়ে জীবন যাপন করছেন। দেশের এই পরিস্থিতিতে তারা ভাড়া কমানোর যৌক্তিক দাবী জানান।

 আজ সোমবার ১৩ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানব বন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা কলেজের শেষ বর্ষের ছাত্র সজিবসহ নয়জন ছাত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন ছাত্র বাড়ি ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালারা মারধর করেন। বাড়ি থেকে তাদের জরুরি আসবাবপত্রসহ, ল্যাপটপ, কম্পিউটার, সার্টিফিকেট ভাঙচুর করে ডাস্টবিনে ফেলে দেন। সেই সঙ্গে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালারা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এগুলো অমানবিক দৃষ্টান্ত। মানুষ কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে? এদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত।

বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি এসএম আনিছুর রহমান খোকন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে বাড়ি মালিকদের কিছুটা মানবিক হওয়া উচিত। সারা বছর ভাড়াটিয়ারা ঠিকমতই ভাড়া দিয়ে এসেছেন।

এ অবস্থায় বাসা মালিকদের প্রতি দাবি জানিয়ে বলতে চাই চলতি জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ করিম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, আয়োজক সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম নাজু, সহ-সভাপতি তপন চন্দ্র প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply