১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

হবিগঞ্জে মদিনা ফার্মেসীসহ আরও ৩ প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি! নগদ  অর্থদণ্ড 

     

একে কাওসার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
 হবিগঞ্জ জেলা  শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা  অভিযোগে নামিদামী তিন ফার্মেসী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে শহরের বানিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ফার্মেসীগুলোতে অভিযানের সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর থানার একদল পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, প্যাকেটের গায়ে হাতে লেখা মূল্য, আনুমোদহীন ঔষধ বিক্রিসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় মদিনা ফার্মেসী, মোদক ফার্মেসী ও ওরিয়েন্টাল ফার্মেসী মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে ওই ফার্মেসীগুলোতে অসংগতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply