২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:০৮ পূর্বাহ্ণ

হাসপাতালে ভর্তি হওয়ার পরও বিনা চিকিৎসায় মারা গেলেন সুনামগঞ্জের আইনজীবী জুবায়ের

     

আল-হেলাল,সুনামগঞ্জ

সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেছেন সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জুবায়ের আহমদ (৩৫)। মঙ্গলবার রাত ১১টায় হাসপাতাল বেডেই বিনা চিকিৎসায় মারা যান তিনি। জুবায়ের আহমদ,জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর নিবাসী মৃত তৈয়বুর রহমান মাস্টারের ছেলে। তাকে চিকিৎসা না দেয়ায় মঙ্গলবার
রাতেই তাঁর আত্মীয় স্বজনরা ঐ হাসপাতালের স্টাফদের উপর ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে গালমন্দ করেন। হাসপাতালে নিহত রোগীর আত্মীয়
স্বজনসহ উত্তেজিত জনতার রোষানলে পড়ে স্টাফদের অনেকেই উত্তম মধ্যমের আশংকায় পালিয়ে যান। জুবায়েরের আত্মীয় কৃষকলীগ সিলেট
মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন জানান,মঙ্গলবার বিকেল ৩টায় জুবায়ের আহমদকে সিলেট রাগীব রাবেয়া
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে মারা যাওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত ঐ প্রাইভেট হাসপাতালের কোন চিকিৎসক তাকে চিকিৎসাসেবা প্রদান করেনি। রুকন বলেন, সময়মতো চিকিৎসাসেবা না দিয়ে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে।
ভর্তির পর বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ৮ ঘন্টা সময় সে হাসপাতালে ছিল। এই ৮ ঘন্টার মধ্যে রাগীব রাবেয়ার একজন ডাক্তারও তার
কোন চিকিৎসা নেয়নি। রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় একজন আইনজীবীর মৃত্যু ও কর্তব্যরত স্টাফদের
গাফিলতির বিষয়টি রাতেই সাংবাদিকদের পক্ষ থেকে সিলেটের প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বিষয়টি শেষ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে আদালত পর্যন্ত গড়াতে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply