২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৪৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

সিরাজদিখানে করোনায় আক্রান্ত তিন শতাধিক

     

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন,হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫জন। মারা গেছেন ৮জন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বদিউজ্জামান এ তথ্য জানান। তিনি আরও জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বদিউজ্জামান আরোও জানান, গত শনিবার ১০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে নতুন ৩ জনের করোনা পজেটিভ এসেছে। এদের পূর্বে নমুনা দেওযার মধ্যে দক্ষিনতাজপুর গ্রামের ১জন,উত্তর তাজপুর গ্রামের ১জন,সন্তোষপাড়া গ্রামের ২জন,বারুচরের কৃষ্ণনগর গ্রামের ১জন,জৈনসারের ১জন,ইছাপুরা গ্রামের ১জন,চর নিমতলা গ্রামের ১জন,সিরাজদিখান তানার ১জন,ফুরসাইল গ্রামের ১জন,পাউষার গ্রামের ১জন রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply